কেইপিজেডে যাত্রা শুরু করল শত শয্যার হাসপাতাল

আনোয়ারায় যাত্রা শুরু হয়েছে ১০০ শয্যার কেইপিজেড ট্রাস্ট হাসপাতালের।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে কেইপিজেড অভ্যন্তরে এ হাসপাতালটির উদ্বোধন করেন কিহাক সাং।

আরও পড়ুন : কেইপিজেডে হচ্ছে ৫০০ শয্যার হাসপাতাল

কেইপিজেড করপোরেশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন সাবেক রাষ্ট্রদূত ও সাবেক পররাষ্ট্র সচিব ফারুক সোবহান, ইয়নসেই বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিভাগের জেনারেল ম্যানেজার কাং ইয়ং লি, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. ওমর ফারুক ইউসুফ।

অনুষ্ঠানে প্রধান অতিথি কিহাক সাং বলেন, এই হাসপাতাল কেইপিজেডে কর্মরত শ্রমিক, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের উন্নতমানের চিকিৎসাসেবা নিশ্চিত করবে। কোরিয়ায় অবস্থিত ইয়নসেই বিশ্ববিদ্যালয় হাসপাতাল দীর্ঘ অনেক বছর ধরে কোরিয়ানদের স্বাস্থ্যসেবায় এবং গুণগত মানে প্রথম সারিতে অবস্থান দখল করে আছে। সেই ইয়নসেই বিশ্ববিদ্যালয় হাসপাতালের তত্ত্বাবধানে পরিচালিত হবে এ কেইপিজেড ট্রাস্ট হাসপাতাল।

জিইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm