কেঁয়াগড় বৌদ্ধ বিহারে দিনব্যাপী কঠিন চীবর দান

আনোয়ারা উপজেলা কেন্দ্রীয় কেঁয়াগড় সার্বজনীন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব পালিত হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) দিনব্যাপী ভক্তদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এ দানোৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধ বিহার অধ্যক্ষ ড. উপানন্দ মহাথের। উৎসবের উদ্বোধন করেন কেঁয়াগড় কেন্দ্রীয় সার্বজনীন বৌদ্ধ বিহার অধ্যক্ষ ভদন্ত আর্য্যকীর্ত মহাথের।

অমল বড়ুয়ার সঞ্চালনায় এতে প্রধান ধর্মদেশক ছিলেন কর্ত্তালা সার্বজনীন ধাতুচৈত্য লক্ষী বিহারের অধ্যক্ষ ভদন্ত বোধিপ্রিয় মহাথের।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সিবলী সংসদের সচিব সবুজ বড়ুয়া।

এতে স্বাগত বক্তব্য রাখেন উদযাপনী পরিষদ সভাপতি অমিরন বড়ুয়া মিলন। অনুষ্ঠানে দান করেন চকরিয়া উপজেলার মতিসেন বড়ুয়া।

পরে কঠিন চীবর দান, ধর্মদেশনা, প্রার্থনা ও সংঘদান অনুষ্ঠিত হয়।

এই দানোৎসবে আনোয়ারাসহ পার্শ্ববর্তী এলাকা থেকে বিপুলসংখ্যক বৌদ্ধ ধর্মাবলম্বী অংশ নেন।

কেএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm