আনোয়ারায় কুসুমকলি আর্ট স্কুলের ২১ বছরে পদার্পণ উপলক্ষে ‘রং তুলিতে আনোয়ারা’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার আবদুল জলিল স্মৃতি মিলনায়তনে এসব আয়োজন করা হয়।
কুসুমকলি আর্ট স্কুলের পরিচালনা কমিটির সভাপতি ছালামত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী এম আবদুল নূর তুষারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপি নেতা আবু মোহাম্মদ নিপার চৌধুরী।
অনুষ্ঠানের উদ্বোধন করেন স্কুলের পরিচালক ব্যাংকার আমিনুল ইসলাম মামুন। প্রধান আলোচক ছিলেন আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ভিপি মোজাম্মেল হক, সাংবাদিক সরোজ আহমদ, হাসান জিয়াউল ইসলাম, মোহাম্মদ নুর আলী, অ্যাডভোকেট ইমরান হোসেন কাউছার, প্রকৌশলী গাজী মো. ওমর ফারুক, সাংবাদিক মোজাম্মেল হক, মহসিন পারভেজ, মো. শহিদুল আলম ও সনজয় ঘোষ।
বিশেষ আলোচক ছিলেন পটিয়া কুসুম আসর সভাপতি এ টিম এম শাহজাহান। সংবর্ধিত অতিথি ছিলেন তানজিম মেহেজাবিন চৌধুরী (ত্বীন)।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশ নেওয়া ৮৩ জন প্রতিযোগীকে সাধারণ পুরস্কার এবং ১৫ জনকে ক্রেস্ট ও সার্টিফিকেট দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম হন অঙ্কুশ পাল এবং দ্বিতীয় হন নবনীতা সুশীল পূজা।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্যে আবু মোহাম্মদ নিপার চৌধুরী বলেন, শিশুদের সৃজনশীল বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কেএস/আলোকিত চট্টগ্রাম
