হাটহাজারীতে এবার রাতের আঁধারে কুপিয়ে যুবক খুন

হাটহাজারীতে রাতের আঁধারে কুপিয়ে খুন করা হয়েছে মুছা (৪০) নামে এক যুবককে।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বুলবুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মুছা পেশায় রিকশচালক। জমির বিরোধকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে বলে পরিবারের অভিযোগ।

জানা গেছে, নিহত মুছার সঙ্গে প্রতিবেশী সালাউদ্দিনের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। বছরখানেক আগে এনিয়ে দুপক্ষের মারামারির ঘটনায় সালাউদ্দিনের করা মামলায় মুছার জেল হয়। ছয় মাস আগে মুছা জামিনে বেরিয়ে এলে আবারো দুপক্ষের মধ্যে সংঘাত শুরু হয়।

আরও পড়ুন: চট্টগ্রামের ‘কিশোর গ্যাংয়ের’ হাতে কিশোর খুন

এদিকে রাত সাড়ে নয়টার দিকে মুছা অটোরিকশা চালিয়ে ঘরে আসছিলেন। এ সময় তার ঘরের সামনে সালাউদ্দিনসহ আরো ৪-৫ জন মিলে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় মুছার আর্তচিৎকার শুনে তার স্ত্রী ও পরিবারের লোকজন ছুটে আসে। কিন্তু ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। পরে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে আসে হাটহাজারী মডেল থানা পুলিশ।

Yakub Group

ঘটনাস্থলে থাকা এসআই জাবেদ আলোকিত চট্টগ্রামকে বলেন,  মির্জাপুর এলাকায় একজন খুনের খবর পেয়ে আমরা এসেছি। বর্তমানে লাশ এখানে রয়েছে। লাশ উদ্ধার করে সুরতহাল করে মর্গে পাঠানো হবে।

সিএম/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!