‘কিশোর গ্যাং’ লিডার—অস্ত্র নিয়ে ধরা খেল পুলিশের হাতে

রাউজানে অস্ত্রসহ মো. তারেক (১৬) নামের এক ‘কিশোর গ্যাং’ লিডারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ আগস্ট) রাত সাড়ে ১১টায় রাউজান পৌরসভার আদালত ভবনের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তাকে আদালতে হাজির করলে কারাগারে পাঠানো হয়।

তারেক রাউজান উপজেলার চিকদাইর ইউনয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া গ্রামের মো. বারেকের ছেলে।

আরও পড়ুন: কিশোর গ্যাং ‘পিচ্চি বাবু’র ৩ সদস্যকে ধরল র‌্যাব, পেল নকল পিস্তলও

পেশায় রংমিস্ত্রির সহযোগী হলেও মূলতে সে কিশোর গ্যাং লিডার ও অস্ত্র কেনাবেচা করে বলে প্রাথমিক স্বীকারোক্তি দিয়েছে জানান রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন।

ওসি বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সহযোগিতায় তারেককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু শেষে আদালতে পাঠানো হয়েছে।

শফিউল/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!