কিশোর গ্যাং—রিকশা ছিনিয়ে নিতে কিশোর খুন

চট্টগ্রামের কর্ণফুলীতে রিকশা ছিনিয়ে নিতে শ্বাসরোধ করে চালক মো. শাকিলকে (১৭) হত্যায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে কর্ণফুলীর বন্দর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- মো. মোহসিন (১৮) ও মো. ইরফান (২১)।

এ সময় তাদের কাছ থেকে নিহত শাকিলের ব্যবহৃত মোবাইল ফোন ও ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ‘কিশোর গ্যাং’ থেকে ভয়ঙ্কর ডাকাত, র‌্যাবের হাতে ধরা খেল ৬ জনই

গ্রেপ্তার মহসিন উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মো. তারেকুল ইসলামের ছেলে। ইরফান নগরের সদরঘাট থানার মো. সোলেমানের ছেলে।

Yakub Group

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, শাকিল পুরাতন ব্রিজঘাট এলাকার একটি গ্যাসের দোকানে চাকরি করতেন।  মাঝেমধ্যে সে রাতের বেলায় ব্যাটারিচালিত রিকশা চালাতেন। শুক্রবার রাতে রিকশা নিয়ে বের হলে রিকশা ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে শ্বাসরোধ করে হত্যা করে খুনিরা। এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কিশোরের লাশ পড়ে ছিল ধানক্ষেতে

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে রিকশা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর শাকিল নিখোঁজ হন। শনিবার বেলা ১২টার দিকে চরলক্ষ্যা ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণে বিলের ধানক্ষেত থেকে শাকিলের লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় নিহত শাকিলের পিতা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

ইমরান/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm