নগরের কর্ণফুলী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ‘কিশোর গ্যাং’ লিডার সোহেল ওরফে ধন্নাসহ ছয়জনকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলিসহ ধারালো চাকু জব্দ করা হয়।
মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চলাচলরত যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল তারা।
আটকরা হলেন মো. সোহেল ওরফে ধন্না (২৩), সরোয়ার হোসেন (১৯), মো. মোজাম্মেল হোসেন (২১), মো. মামুন করিম (২১), শহীদুল ইসলাম সাকিব (১৮) ও মো. রিয়াদ (১৮)।
আরও পড়ুন: শহর দাপিয়ে বেড়াচ্ছে ‘টপ—টেন’ গ্যাং লিডার
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে কিশোর গ্যাং লিডার সোহেল ওরফে ধন্নাসহ ছয়জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলিসহ ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
তিনি বলেন, তারা দীর্ঘদিন ধরে কর্ণফুলী ও পটিয়া থানা এলাকায় চলাচলরত যানবাহনে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে পটিয়া থানায় ডাকাতি ও মারামারির একাধিক মামলা রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের পটিয়া থানায় হস্তান্তর করা হবে।