কিশোরীকে ধর্ষণ করতে গিয়ে যুবক জেলে

মিরসরাইয়ে এক কিশোরীকে (১৩) ধর্ষণচেষ্টার অভিযোগে মো. জসীম উদ্দিন (২৮) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ রায় দেন।

আরও পড়ুন: ৭ বছরের শিশুকে একা পেয়ে ধর্ষণ করতে চেয়েছিল ৩০ বছরের পাষণ্ড

সাজাপ্রাপ্ত জসীম উদ্দিন খৈয়াছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব খৈয়াছড়ার ঝর্ণারোড় রাস্তার মুন্সিপাড়ার ঠেলা ইসলামের বাড়ির আবু তাহেরের ছেলে।

মিরসরাই থানার উপপরিদর্শক মো. আল আমিন আলোকিত চট্টগ্রামকে বলেন, খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার এক অভিভাবক থানায় এসে মো. জসীম নামের এক যুবকের বিরুদ্ধে তার মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ করেন। পরে অভিযোগের সত্যতা পেয়ে অভিযুক্ত যুবককে আটক করা হয়। এরপর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জসীমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। টাকা অনাদায়ে আরও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

Yakub Group
এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

মন্তব্য নেওয়া বন্ধ।