কাল ও পরশু বন্ধ থাকবে যেসব এলাকার বিদ্যুৎ

আগামীকাল রোরবার (৪ জুলাই) ও পরশু সোমবার (৫ জুলাই) নগরের বেশকিছু এলাকায় ৫ থেকে ৭ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২ জুলাই) বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরের পাহাড়তলী ও রামপুর বিক্রয় ও বিতরণ বিভাগের ফিডারের জরুরি উন্নয়ন ও মেরামতের কাজ চলবে।

রোববার (৪ জুলাই) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাহাড়তলী ৩ ও ১২ নম্বর (আংশিক) ফিডারের আওতাধীন আয়েশা মসজিদ, জেলে পাড়া, বাসন্তি কালী মন্দির, এমপির খামার বাড়ি, বিসিক ও আশপাশ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এদিকে সোমবার (৫ জুলাই) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত রামপুর আওতাধীন ১১ কেভি ফিডার নং-এইচ ৩ ও ১০ এর আওতায় সবুজবাগ, শ্যামলী, গ্রিনভিউ, আব্দু পাড়া, হালিশহর এ ব্লক (আংশিক), এ-ব্লক (পূর্ব), বি-ব্লক, ফুল চৌধুরী পাড়া, গলাচিপা পাড়া, পুলিশ বিট, অন্ধ হাফেজ মাজার, আব্বাস পাড়া (বিহারি কবরস্থান), নয়া বাজার (তায়েফ) এর আশপাশে বিদ্যুৎ থাকবে না।

Yakub Group

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!