কালুরঘাটে খালি কনটেইনারে অবৈধ মজুদ ২০০ ড্রাম ডিজেল, পাশে পড়ে ছিল সিগারেট

নগরের হাজী সাবের টিম্বার নামের কনটেইনার ডিপোকে বিভিন্ন অপরাধে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ জানুয়ারি) সকালে কালুরঘাট ভারী শিল্প এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট  প্রতীক দত্ত এ অভিযান চালান।

জানা গেছে, অভিযানে ১৪ বছর ধরে চলা হাজী সাবের টিম্বার কনটেইনার ডিপোতে সেফটি প্ল্যান, ট্রেড লাইসেন্স ও ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না। এছাড়া টিম্বার কোম্পানির লাইসেন্সে চালানো হচ্ছিল কনটেইনার ডিপো

ডিপোতে একটি খালি কনটেইনারে অবৈধভাবে মজুদ ছিল ২০০ ড্রাম ডিজেল। এসব ড্রামের বেশ কয়েকটির মুখ খোলা এবং পাশের মাটিতে পড়ে ছিল সিগারেটের অবশিষ্টাংশ। ডিপোতে ছিল না পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা।

আরও জানা গেছে, ডিপোতে ১০০ জন বেতনভুক্ত কর্মচারী থাকলেও ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ রয়েছে মাত্র ৪ জনের। এসব অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানের এজিএম মো. এনামুল হককে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক আবুল বাসার মো. ফখরুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, যেসব প্রতিষ্ঠানের ফায়ার লাইসেন্স নেই এবং ত্রুটি-বিচ্যুতির কারণে মানুষের প্রাণহানি ঘটতে পারে তাদের কোনো ছাড় নেই।

জেলা প্রশাসক আরও বলেন, বিএম ডিপোর মতো ঘটনা আর যেন চট্টগ্রামে না ঘটে সেজন্য জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm