মিরসরাইয়ের বারৈয়ারহাট এলাকা থেকে জেএম ট্রেডার্সের ফেব্রিক্স কাপড়ের রোলসহ তিনজনকে আটক করেছে র্যাব। এ সময় তাদের কাছ থেকে ১১টি ফেব্রিক্স কাপড়ের রোল উদ্ধার করা হয়।
সোমবার (২১ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করে র্যাব-৭ এর একটি দল। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।
আটকরা হলেন- বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার পাদরি এলাকার মো. নজরুল ইসলামের ছেলে মো. জাহিদুল ইসলাম (২৮), চাঁদপুর জেলার কচুয়া থানার কুণ্ডপুর এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে মো. শহিদ উল্লাহ (৪৭) ও পটুয়াখালী জেলার মির্জাপুর থানার দক্ষিণ গাবুয়া এলাকার আলী হোসেনের ছেলে আল আমিন (২৫)।
আরও পড়ুন: মিরসরাইয়ে কাভার্ডভ্যানের ধাক্কায় ছিটকে পড়ল লেগুনা, ২ মধ্যবয়সী নিহত
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, জেএম ট্রেডার্স তাদের ফেব্রিক্স কাপড়ের ৩০০টি রোল কাভার্ডভ্যানে করে ঢাকায় পাঠাচ্ছিল। ঢাকা যাওয়ার পথে মিরসরাইয়ে বারৈয়ারহাট এলাকায় কাভার্ডভ্যানের চালক জাহিদুল ইসলাম দুই সহযোগীর যোগসাজশে ১১টি ফেব্রিক্স কাপড়ের রোল গাড়ি থেকে নামিয়ে ফেলে। এসএ পরিবহনের মাধ্যমে নগরের খাতুনগঞ্জ এলাকায় ওই রোলগুলো পাঠানোর জন্য বুকিং করার সময় তাদের আটক করা হয়।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে এর আগেও তারা একইভাবে কাপড়ের রোল চুরি করে বিভিন্ন জায়গায় বিক্রি করার কথা স্বীকার করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
এএইচ/এসি