মিরসরাইয়ের বারইয়ারহাটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ডভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বারইয়ারহাট পৌরসভার খান সিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পশ্চিম ছাগলনাইয়া গ্রামের (সুবেদারি রাস্তার মাথা) সিরাজুল ইসলামের ছেলে আজাহারুল ইসলাম অপু (২৫) এবং উত্তর মন্দিয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে সাইদুল হোসেন।
আরও পড়ুন : বেপরোয়া কাভার্ডভ্যান ঘরে ফিরতে দিল না, ২ লোককে পিষে মারল পথেই
সাইদুল হোসেনের জেঠাত ভাই মেহেদি হাসান ইমন বলেন, শুক্রবার দুপুরে তারা দুই বন্ধু মিলে মোটরসাইকেলে বারইয়ারহাট ঘুরতে যাচ্ছিলেন। পথে খান সিটি সেন্টারের সামনে কাভার্ডভ্যানের চাপা দিলে ঘটনাস্থলে অপু মারা যান। মুমূর্ষু অবস্থায় সাইদুল হোসেনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান। দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি আলোকিত চট্টগ্রামকে নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ একেএম শরফুদ্দিন। তিনি বলেন, মোটরসাইকেলযোগে দুই বন্ধু বারইয়ারহাট আসলে একটি কাভার্ডভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অপর আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় চমেক হাসপাতালে পাঠানো হয়। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।