কাপ্তাই রাস্তার মাথায় রাস্তা দখল করে ব্যবসা, ধরা খেল ১২ দোকানি

নগরের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা এবং মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১২ দোকানিকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে আরকান সড়কের কাপ্তাই রাস্তার মাথা থেকে মৌলভী বাজার পর্যন্ত এ অভিযান চালায় চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী। এসময় উপস্থিত ছিলেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মু. আবুল হাশেম।

আরও পড়ুন: খুলশি আবাসিকে অভিযান চালাল সিটি করপোরেশন, ধরা খেল ৩ ভবন মালিক

এদিকে একই অভিযানে ষোলশহর ২ নম্বর গেইট ও কর্ণফুলী কমপ্লেক্স এলাকায় বায়েজিদ রোডের উভয় পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

এ বিষয়ে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মু. আবুল হাশেম বলেন, আজ কাপ্তাই রাস্তা মাথা, ষোলশহর ২ নম্বর গেইট ও কর্ণফুলী কমপ্লেক্স এলাকার বায়েজিদ রোডের উভয় পাশে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা এবং রাস্তায় মালামাল রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ১২ দোকান মালিককে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়।

Yakub Group

অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!