খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ গেট

খুলে দেওয়া হলো রাঙামাটির কাপ্তাই হ্রদের বাঁধ। হ্রদের পানি বাড়তে থাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্পিলওয়ের ১৬টি গেট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে।

রোববার (২৫ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটে কাপ্তাই বাঁধ খুলে দেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহ।

তিনি জানান, শনিবার রাতে গেট খোলার কথা থাকলেও খোলা হয়নি। কিন্তু পানির লেভেল বিপৎসীমার ওপরে চলে যাওয়ায় সকাল ৮টা ১০ মিনিটে গেট খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি নিষ্কাশন হবে। পরিস্থিতি বিবেচনায় পরে গেট খোলার পরিমাণ বাড়ানো হতে পারে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm