নগরের কাজীর দেউড়ি এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ৭ জনকে আটক করা হয়।
আরও পড়ুন: কবরস্থানে সংঘর্ষ: পলাতক ৩ জন গ্রেফতার, বিদেশি অস্ত্র উদ্ধার
এর আগে দুপুর ৩টায় নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের আয়োজন করে নগর বিএনপি।
সমাবেশ শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে রাস্তায় বের হলে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এ সময় লাঠিচার্জ করে পুলিশ। এতে আহত হন বেশকয়েকজন।
পুলিশ জানায়, বিএনপির মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়া হয়। এরপর পুলিশ ধাওয়া করে ৭ জনকে আটক করে।
আরও পড়ুন: ‘লঙ্কাকাণ্ড’—আকবরশাহে ডাব পাড়াকে কেন্দ্র করে ধাওয়া-পাল্টা ধাওয়া, রক্তাক্ত যুবক
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, বিএনপির মিছিল থেকে ৭ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে থানায় নাশকতার মামলা ছিল।
আরবি