নগরে সহস্রাধিক ইয়াবাসহ মো. হেলাল উদ্দিন (৩২) নামের এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৮ জুন) বিকালে আকবরশাহ পাক্কা রাস্তার মাথার মেহমান হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক হেলাল উদ্দিন মিরসরাই থানার ১ নম্বর ওয়ার্ড মোনাফ মিস্ত্রী বাড়ির খোরশেদ আলমের ছেলে।
আরও পড়ুন: ইয়াবা বেচার টাকাসহ পুলিশের জালে ৩ যুবক
যোগাযোগ করা হলে মহানগর গোয়েন্দা (পশ্চিম ও বন্দর) বিভাগের পুলিশ পরিদর্শক এসএম সফিউল আজম মুন্সি আলোকিত চট্টগ্রামকে বলেন, আকবরশাহ পাক্কা রাস্তার মাথার মেহমান হোটেল অ্যান্ড বিরিয়ানি হাউজের সামনে এক যুবক মাদক নিয়ে অবস্থান করছে এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। পরে তার শরীর তল্লাশি করে প্রায় ২ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও বলেন, আটক যুবক দীর্ঘদিন ধরে পাইকারি দামে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি করত। তার বিরুদ্ধে আকবরশাহ থানায় মাদক আইনে মামলা করা হয়েছে।
এএইচ/আরবি