কাগজ খুলতেই অজ্ঞান হাসিনা

রাউজানে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নগদ টাকা ও স্বর্ণলংকার খোয়ালেন সাংবাদিকের স্ত্রী হাসিনা বেগম (৪৮)।

বুধবার (১২ মার্চ) দুপুরে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ইছাপুর ফয়জিয়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : অজ্ঞান পার্টি ব্যবসায়ীর প্রাণ নিলেও জানে না পুলিশ!

ভুক্তভোগী হাসিনা বেগম রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক শফিউল আলমের স্ত্রী।

এ বিষয়ে হাসিনা বেগম বলেন, আজ দুপুরে হাটহাজারী থেকে অটোরিকশায় রাউজানের বাড়ি যাওয়ার পথে গাড়িতে বসা যাত্রীবেশী এক নারী আমার হাতে একটি কাগজ দিয়ে দেখতে বলেন। কাগজটি দেখতেই আমি অজ্ঞান হয়ে যাই। এরপর আমার কাছে থাকা ব্যাগ থেকে প্রবাসী ছেলের পাঠানো নগদ ২০ হাজার টাকা, মোবাইল ফোন ও স্বর্ণের কানের দুল খুলে নিয়ে গহিরা চৌমুহনী এলাকার আগে নেমে যান ওই নারী। পরে অটোরিকশা চালক আমাকে গহিরা বাজারে নামিয়ে দিয়ে দ্রুত চলে যায়। এরপর এলাকার স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রাথমিক চিকিৎসা শেষে ডাবুয়া ইউনিয়নের শান্তিনগর বাড়িতে ফিরি।

এসএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm