আনোয়ারায় সরকারি খাস জমি থেকে মাটি কাটায় মো. সুমন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৩ এপ্রিল) বিকালে উপজেলার বারশত ইউনিয়নের সিইউএফএল এলাকায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান চৌধুরী এ অভিযান পরিচালনা করেন।
আরও পড়ুন: ৭ ব্যক্তির কাঁধে চসিকের অর্থদণ্ড
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর হাসান চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি চক্র সরকারি খাস জমি থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি কাটছিল। গোপন সংবাদে আজ (রোববার) বিকালে অভিযান পরিচালনা করে মোহাম্মদ সুমন নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও বলেন, সরকারি জমি দখলে রেখে যারা অবৈধভাবে মাটি কাটছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
ইমরান/আরবি
মন্তব্য নেওয়া বন্ধ।