হল ছাড়বে না ঢাকা কলেজের ক্ষুব্ধ ছাত্ররা

হল ও ক্যাম্পাস বন্ধের সিদ্ধান্ত দেওয়া হলেও তা প্রত্যাখ্যান করেছেন ঢাকা কলেজের ক্ষুব্ধ ছাত্ররা। যেকোনো মূল্যে তারা আবাসিক হল এবং ক্যাম্পাসে অবস্থান করার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল সোয়া ৪টায় ঢাকা কলেজের শহীদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যানের কথা জানান ছাত্রনেতারা। এ সময় ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের অপসারণসহ ছাত্রদের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনার বিচার দাবিতে স্লোগান দেন।

আরও পড়ুন: নিউমার্কেটে ছাত্র—দোকানকর্মী ফের সংঘর্ষ : পিটিয়ে রক্তাক্ত করল ৩ সাংবাদিককে

এর আগে আবাসিক হল বন্ধের সিদ্ধান্তের পরপরই এর প্রতিবাদে কলেজের অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা।

ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, প্রয়োজনে লাশ হয়ে বের হবো, তবু হল-ক্যাম্পাস ছাড়ব না। শিক্ষার্থীদের ওপর যে হামলা চালানো হয়েছে এর বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আমরা অধ্যক্ষকে বলেছি সুন্দর সমাধান করতে। তিনি যদি না পারেন তবে তাঁর পদত্যাগ দাবি করছি।

Yakub Group

এর আগে দুপুরে ঢাকা কলেজের আবাসিক হল আগামী ৫ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করে বিকেলের মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগ করতে বলা হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!