কলাউজান দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার বর্ণিল আয়োজন

লোহাগাড়ার কলাউজান দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার প্রাক্তন ছাত্র সংসদের ঈদ পুনর্মিলনী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

প্রিয় প্রাঙ্গণে, প্রাণের উল্লাসে, এসো মিলি উৎসব— এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (৯ জুন) মাদ্রাসার হলরুমে দিনব্যাপী এ আয়োজন করা হয়।

শুরুতে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রাক্তন ছাত্র সংসদের সিনিয়র সহসভাপতি মু. আইয়ুব ও মাওলানা শোয়াইব।

প্রাক্তন ছাত্র সংসদের সভাপতি মাওলানা গোলাম কাদের তজল্লীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ইসমাইল।

বিশেষ অতিথি ছিলেন কলাউজান দারুচ্ছুন্না আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম, দ্যা ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সদস্য শফিকুর রহমান এবং কলাউজান দারুচ্ছুন্নাহ আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা নুরুল হুদা।

আরও পড়ুন : কোরবানির চামড়া সংরক্ষণে লবণ পেল আনোয়ারার ৪ মাদ্রাসা

প্রধান অতিথি প্রফেসর ডক্টর মো. ইসমাইল বলেন, আমাদের মানবিক ও নৈতিক গুণ সম্পন্ন মানুষ হতে হবে। প্রযুক্তির এই যুগে শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় এগিয়ে যেতে হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার গুণগত মান বৃদ্ধি করতে শিক্ষকদের পাশাপাশি মাদ্রাসা পরিচালনা পর্যদ ও প্রাক্তন ছাত্র সংসদের নেতৃবৃন্দের ভূমিকা অপরিসীম। আমি আশাবাদী শিক্ষক, পরিচালনা পর্ষদ ও প্রাক্তণ ছাত্র সংসদের যৌথ প্রচেষ্টায় শিক্ষার মান সুদূর প্রসারিত হবে।

প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্র সংসদের সাধারণ সম্পাদক মু. কামাল উদ্দিন ও প্রাক্তন ছাত্র সফায়েত হোসেনের যৌথ সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলাউজান দারুচ্ছুন্নাহ আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আনোয়ার শাহাদাত, সহকারী অধ্যাপক মাওলানা নুরুল হক, প্রভাষক রাশেদ বিন হারেছ, সহকারী শিক্ষক মো. শাহজাহান, আবদুল কালাম, সিনিয়র শিক্ষক মাওলানা ইদ্রিস হেলালী, মাওলানা ইদ্রিস আরমানী, মাস্টার আবুল কাশেম, মাস্টার ফরিদুল আলম, অ্যাড. আব্দুল জব্বার, সাংবাদিক সাত্তার সিকদার, কাজী মাওলানা মোস্তাক ও মাওলানা মাইনুদ্দিন।

প্রাক্তন ছাত্র সংসদের সদস্য মো. শহীদুল্লাহ চৌধুরী ও মো. রাসেল মিয়ার সার্বিক তত্ত্বাবধানে, অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন শেফায়েত হোসেন লুবলু, মঞ্জুরুল ইসলাম বাবু, সাঈদুল ইসলাম রিয়েল, হেলাল উদ্দিন, ছাবের চৌধুরী, জোবায়ের আহমেদ, জিয়াউর রহমান, ইমরান তানভীর, আবুল কালাম, মাস্টার ইউসুফ ও আরিফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথিকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া র‌্যাফেল ড্র’র মাধ্যমে পুরস্কার দেওয়ার মধ্যদিয়ে দিনব্যাপী আয়োজনের পর্দা নামে।

এসএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm