কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের পারভিন কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ২০টি বসতঘর। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতির দাবি ভুক্তভোগীদের। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বুধবার (২৯ জানুয়ারী) বিকেল ৪টার দিকে ওই কলোনিতে আগুন লাগার ঘটনা ঘটে। পরে খবর পেয়ে কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় পুড়ে ছাই হয়ে যায় সব বসতঘর।
এদিকে গ্যাসের চুলার আগুন থেকে ঘটনার সূত্রপাত বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
আরও পড়ুন : ফায়ার সার্ভিস স্টেশন ৩৫ কিলোমিটার দূরে, আগুনে পুড়ল কোটি টাকার পণ্য
স্থানীয় বাসিন্দা মির্জা মো. রাকিব বলেন, আজ বিকেল ৪টার দিকে কলোনিবাসীর চিৎকারে ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করি। এক-দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও সব ঘর পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে কর্ণফুলী মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. সায়েদুজ্জামান আলোকিত চট্টগ্রামকে বলেন, বড়উঠানের পারভিন কলোনিতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বিস্তারিত বলা যাবে।
জিইউএস/আরবি