কর্ণফুলীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন চরলক্ষ্যা ইউনিয়ন একাদশ
কর্ণফুলীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলায় শিকলবাহা ইউনিয়ন একাদশকে ৪-১ গোলে ট্রাইবেকারে হারিয়ে চরলক্ষ্যা ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার (৩১ মে) বিকাল ৪ টায় চরলক্ষ্যা উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
কর্ণফুলী উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুহাম্মদ সেলিম হকের সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা।
মিডিয়া কমিটির সমন্বয়ক ও জুলধা ইউপি সদস্য নুরুল হক চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা, জুলধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রফিক আহমদ, চরলক্ষ্যা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব চৌধুরী, শিকলবাহার প্যানেল চেয়ারম্যান শফিউল আলম, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ শাহ আলম, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন মুরাদ, ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. মহিউদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. নুরুচ্ছফা, সামশুল আলম, ফোরকান, টিম ম্যানেজার সাইফুদ্দিন মানিক, শেখ মুহাম্মদ ফরিদ, ফরহাদ, মিডিয়া কমিটির সদস্য মোরশেদ আলম পাপ্পু, আকরাম হোসেন রানা, সিদ্দিক বাবু, মোহাম্মদ মামুন, আরমান, সোহেল, মুবিন, আজিজ প্রমুখ।
খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন চরলক্ষ্যা ইউনিয়ন একাদশের মোহাম্মদ দিদার ও সেরা গোলদাতা শিকলবাহা ইউনিয়ন একাদশের মোহাম্মদ আরফাত।
ইমরান/আরবি