কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে মো. আনোয়ার হোসেন (২৯) নামে এক যুবক খুন হয়েছেন।
বুধবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার ফকিরনীরহাট কাঁচাবাজারে এ ঘটনা ঘটে।
নিহত মো. আনোয়ার হোসেন কর্ণফুলী উপজেলার জুলধা ৪নং ওয়ার্ডের আনিস তালুকদার বাড়ির মৃত কবির আহমেদের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ আলোকিত চট্টগ্রামকে বলেন, ছুরিকাঘাতে আহত আনোয়ার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।