কর্ণফুলী উপজেলার দুটি ইউনিয়নে আওয়ামী লীগ ও অপর একটিতে বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছে।
তিন ইউনিয়নে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শিকলবাহায় জাহাঙ্গীর আলম (আনারস), চরলক্ষ্যায় সোলাইমান তালুকদার (নৌকা) এবং জুলধায় হাজী নুরুল হক (নৌকা)।
জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুর শুক্কুর।
রোববার (২৬ ডিসেম্বর) ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোথাও কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি।
আরও পড়ুন: রাত পোহালেই চকরিয়ায় ভোট—নির্বাচনের মাঠে ২১ ম্যাজিস্ট্রেট
নির্বাচনে চেয়রাম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১০ প্রার্থী। এদের মধ্যে শিকলবাহায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুর করিম ফোরকান (নৌকা) ৪ হাজার ৩৩৫ ভোট ও বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম (আনারস) ১৬ হাজার ৩৯৮ ভোট পেয়েছেন।
জুলধায় আওয়ামী লীগ প্রার্থী হাজী নুরুল হক (নৌকা) ৪ হাজার ৮৫২ ভোট এবং বর্তমান চেয়ারম্যান রফিক আহমদ (আনারস) ১ হাজার ৭২৭ ভোট, মুহাম্মদ মুসা (চশমা) পেয়েছেন ৩ হাজার ৯০৭ ভোট।
এছাড়া চরলক্ষ্যায় আওয়ামী লীগ প্রার্থী যুবলীগ সভাপতি সোলাইমান তালুকদার (নৌকা) ১১ হাজার ২৯৫ ভোট, বর্তমান চেয়ারম্যান মো. আলী (চশমা) ৪ হাজার ২৩৫ ভোট, মো. ইব্রাহিম মিয়া (আনারস) ১ হাজার ৭৪৭ ভোট, এটিএম হানিফ (মোটরসাইকেল) ১৪ ভোট, নাসির আহমেদ (ঘোড়া) ৪ ভোট পেয়েছেন।
ইমরান/আরবি