চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রামের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে প্রাণের নদী কর্ণফুলী। চট্টগ্রাম তথা বাংলাদেশের অর্থনীতি আর আর্থ সামাজিকতায় এই নদীর গুরুত্ব অপরিসীম। কিন্তু সময়ের করাল গ্রাসে এই নদী দখল-দূষিত হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে অদূর ভবিষ্যতে হারিয়ে যাবে কর্ণফুলী। আর কর্ণফুলী হারিয়ে গেলে হারিয়ে যাবে চট্টগ্রামের কর্ণফুলীকেন্দ্রিক লোকজীবন, কৃষ্টি, সংস্কৃতি। তাই চট্টগ্রামকে বাঁচাতে হলে বাঁচাতে হবে তার নদীকেন্দ্রিক লৌকিক জীবনদর্শন, তার কৃষ্টি আর সংস্কৃতিকে।
শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় সপ্তাহব্যাপী কর্ণফুলী সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে এ আয়োজন করে কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব উদযাপন পর্ষদ।
আরও পড়ুন: ‘গ্যাস বোমা’ আতঙ্ক ছড়াচ্ছে কর্ণফুলীতে, আইনকেও বুড়ো আঙ্গুল
কর্ণফুলী সাংস্কৃতিক উৎসব উদযাপন পর্ষদের আহ্বায়ক সাইফুল আলম বাবুর সভাপতিত্ব ও সদস্য সচিব মো. মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন পেশাজীবী সমন্বয় পরিষদ সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দীন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মোসলেম উদ্দিন সিকদার। স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদযাপন পর্ষদ সদস্য কাজল সেন।
আলোকিত চট্টগ্রাম