‘করোনা’ শুনে পালিয়ে গেছেন স্বামী, পড়ে আছে আসমার লাশ
চট্টগ্রাম মেডিকলে কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পড়ে আছে করোনা আক্রান্ত এক নারীর লাশ। ওই নারীর স্বামী ও স্বজনরা তাকে হাসপাতালে ভর্তি করালেও করোনা আক্রান্তের খবর শুনে সবাই সটকে পড়েন। বন্ধ করে দেন মুঠোফোন।
বুধবার (৭ জুলাই) দিবাগত রাত ১টায় চিকিৎসাধীন অবস্থায় চমেক হাসপাতালে মারা যান করোনা আক্রান্ত আসমা আক্তার। মৃত্যুর পর লাশ নিতে এখনো কেউ আসেনি হাসপাতালে।
এর আগে গত মঙ্গলবার নগরের ডবলমুরিং থানার মৌলভীপাড়া এলাকা থেকে আসমা আক্তারকে (৩৮) চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনেন তার স্বামী মো. নোজাম্মেল হোসেন। এ সময় কয়েকজন স্বজনও ছিলেন।
পরে র্যাপিড টেস্টে করোনা পজিটিভ হওয়ায় তাকে করোনা ইউনিটে ভর্তি করানো হয়। করোনা পজিটিভের খবর শুনেই হাসপাতাল থেকে পালিয়ে যান আছমা আক্তারের স্বামীসহ সঙ্গে আসা স্বজনরা।
চমেক পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক শীলাব্রত বড়ুয়া বলেন, আছমা আক্তারকে ভর্তির পর করোনা আতঙ্কে স্বামী-স্বজন পালিয়ে যান। এরপর থেকেই কেউ যোগাযোগ করেননি। এখনো লাশ হাসপাতালের মর্গে পড়ে আছে।
সিএম/আরবি