করোনা : শনাক্ত-মৃত্যুতে স্মরণকালের রেকর্ড গড়ল চট্টগ্রাম

চট্টগ্রামে করোনা শনাক্ত ও করোনা রোগীর মৃত্যু বেড়েই চলেছে। এবার একদিনেই শনাক্ত ও মৃত্যুর ক্ষেত্রে হয়েছে নতুন রেকর্ড।

মঙ্গলবার (২৭ জুলাই) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৩ হাজার ৩৮৯ নমুনা পরীক্ষায় ১ হাজার ৩১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮৩৩ জন নগরের এবং ৪৭৭ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

একইসময়ে মারা গেছেন ১৮ জন করোনা রোগী। এরমধ্যে নগরের ৭ জন ও উপজেলার ১১ জন।

চট্টগ্রামে এ নিয়ে মৃত্যু হয়েছে ৯১৫ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৭৭ হাজার ৫২১ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: বিধিনিষেধ : জীবিকার কথাও ভাবছে সরকার, চোখ মঙ্গলবারে

মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, আগের ২৪ ঘণ্টায় বিআইটিআইডি ল্যাবে ৫০৬ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৭৫ জনের।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ২২৫ নমুনা পরীক্ষায় ১২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা হয় ৩০৭ নমুনা। এতে করোনা শনাক্ত হয় ১৩৪ জনের।

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৪৫ নমুনা পরীক্ষায় ১৫০ জন, কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১২ নমুনা পরীক্ষায় ৩ জন, এন্টিজেন টেস্টে ১ হাজার ২৯০ নমুনা পরীক্ষায় ৪২৯ জন, ইমপেরিয়াল হাসপাতালে ৪৫৬ নমুনা পরীক্ষায় ১৭৭ জন, শেভরনে ১৪১ নমুনা পরীক্ষায় ৬৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ৬৩ নমুনা পরীক্ষায় ২৮ জন ও মেডিকেল সেন্টারে ৪৪ নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়ার ২ জন, সাতকানিয়ার ১৮ জন, বাঁশখালীর ২১ জন, আনোয়ারার ৬৭ জন, চন্দনাইশের ২ জন, পটিয়ার ৫৭ জন, বোয়ালখালীর ৬৫ জন, রাঙ্গুনিয়ার ৪৪ জন, রাউজানের ৫৪ জন, ফটিকছড়ির ৩০ জন, হাটহাজারীর ৫৯ জন, সীতাকুণ্ডের ২৩ জন, মিরসরাইয়ের ১২ জন ও সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ২৩ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!