চট্টগ্রামে ১১ লাশ সঙ্গে নিয়ে করোনা শনাক্তে বড় লাফ

চট্টগ্রামে আবার বেড়েছে করোনা শনাক্তের সংখ্যা। একইসঙ্গে বেড়েছে মৃত্যুও।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ২ হাজার ৭৮ নমুনা পরীক্ষায় ৮০১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৮ দশমিক ৫৫ শতাংশ। এর মধ্যে ৪৬৯ জন নগরের এবং ৩৩২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

একইসময়ে মারা গেছেন ১১ জন করোনা রোগী। এরমধ্যে ৪ জন নগরের এবং ৭ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এ নিয়ে মৃত্যু হয়েছে ৮৮৫ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৭৫ হাজার ৩৬৩ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

রোববার (২৫ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা যায়।

আরও পড়ুন: ‘করোনার হটস্পট’—৩ জেলার চেয়েও বেশি ‘শনাক্ত-মৃত্যু’ চট্টগ্রামের ৪ উপজেলায়

সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় বিআইটিআইডি ল্যাবে ২৬৫ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ৮১ জনের।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা করা হয় ২৬৫ নমুনা। এতে করোনা শনাক্ত হয় ১১৮ জনের।

এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৫ নমুনা পরীক্ষায় ২৯ জন, এন্টিজেন টেস্টে ৮৬৩ নমুনা পরীক্ষায় ৩২৪ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৪ নমুনা পরীক্ষায় ৩৯ জন, শেভরনে ৩৮৩ নমুনা পরীক্ষায় ১১৫ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৬৬ নমুনা পরীক্ষায় ৩১ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৫৮ নমুনা পরীক্ষায় ৩০ জন এবং মেডিকেল সেন্টারে ৪৯ নমুনা পরীক্ষায় ৩৪ জনের করোনা শনাক্ত হয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়ার ৩ জন, সাতকানিয়ার ৩ জন, বাঁশখালীর ২০ জন, আনোয়ারার ২৮ জন, চন্দনাইশের ২ জন, পটিয়ার ৩৬ জন, বোয়ালখালীর ৩৭ জন, রাঙ্গুনিয়ার ৩৮ জন, রাউজানের ৪০ জন, ফটিকছড়ির ৫ জন, হাটহাজারীর ৬৬ জন, সীতাকুণ্ডের ১৯ জন, মিরসরাইয়ের ১২ জন এবং সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ২৩ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!