করোনা—শনাক্তের ‘দাপট’ উত্তর চট্টগ্রামে, নগরে ফের বাড়ল মৃত্যু

উত্তর চট্টগ্রামে করোনা শনাক্ত বাড়ছেই। সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্তদের মধ্যে ১৮৯ জনই উত্তর চট্টগ্রামের ছয় উপজেলার বাসিন্দা। এদিকে চট্টগ্রাম নগরে একদিনের ব্যবধানে ফের বেড়েছে করোনা রোগীর মৃত্যু। আগেরদিন নগরে পাঁচজন করোনা রোগীর মৃত্যুর খবর মিললেও সর্বশেষ ২৪ ঘণ্টায় জানা গেছে আটজনের মৃত্যুসংবাদ।

বুধবার (১১ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ২ হাজার ৮৮৩ নমুনা পরীক্ষায় ৭৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৪৪ জন নগরের এবং ৩২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

একইসময়ে মারা গেছেন ১২ জন করোনা রোগী। এরমধ্যে নগরের ৮ জন ও উপজেলার ৪ জন।

চট্টগ্রামে এ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৯৪ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৯২ হাজার ৬৭৯ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: করোনা—চট্টগ্রামের ২ হটস্পটে ফের ‘হাফ সেঞ্চুরি’, ২৪ ঘণ্টায় ‘সমান মৃত্যু’ শহর-গ্রামে

বুধবার সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩৩৭ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৩৮ জনের।

বিআইটিআইডি ল্যাবে ৭৮৮ নমুনা পরীক্ষায় ১৯২ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪১৬ নমুনা পরীক্ষায় ১৪৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৮০ নমুনা পরীক্ষায় ৮৫ জন, এন্টিজেন টেস্টে ৫০৬ নমুনা পরীক্ষায় ৮০ জন, ইমপেরিয়াল হাসপাতালে ১২০ নমুনা পরীক্ষায় ৩৯ জন, শেভরনে ২৬৮ নমুনা পরীক্ষায় ৪১ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৯ নমুনা পরীক্ষায় ৪ জন ও এপিক হেলথ কেয়ারে ১৪০ নমুনা পরীক্ষায় ৪৫ জনের করোনা শনাক্ত হয়।

এর বাইরে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৯ নমুনা পরীক্ষা করা হয়। তাতে চারজনের করোনা মিলেছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়ার ৩ জন, সাতকানিয়ার ২৪ জন, বাঁশখালীর ৮ জন, আনোয়ারার ৩৫ জন, চন্দনাইশের ৮ জন, পটিয়ার ৮ জন, বোয়ালখালীর ৫৩ জন, রাঙ্গুনিয়ার ২ জন, রাউজানের ৬২ জন, ফটিকছড়ির ২৬ জন, হাটহাজারীর ৭৫ জন, সীতাকুণ্ডের ১৭ জন ও মিরসরাইয়ের বাসিন্দা রয়েছেন ৭ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!