করোনা রোগীদের জন্য ফল উপহার স্বেচ্ছাসেবক লীগ উপকমিটির

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে করোনা রোগীদের জন্য ভিটামিন ‘সি’ সমৃদ্ধ ফল প্রদান করেছেন সম্মেলন প্রস্তুতি কমিটির উপপরিষদের নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৭ জুলাই) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির হাতে তারা ১৫০ কেজি ফল তুলে দেন।
এর আগে মঞ্চ ও সাজসজ্জা উপপরিষদের আহ্বায়ক আবদুর রশিদ লোকমানের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন দপ্তর উপকমিটির সদস্য সচিব হায়দার আলী, স্মরণিকা উপকমিটির যুগ্ম আহ্বায়ক ওসমান গণি মানিক, সাংস্কৃতিক উপকমিটির যুগ্ম আহ্বায়ক মঞ্জুর হোসেন, রেলি উপকমিটির যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান কিরণ, মিডিয়া উপকমিটির যুগ্ম আহ্বায়ক সুমন কান্তি নাথ, সদস্য সচিব রুনা আনছারি।

আরো উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সদস্য মহিউদ্দিন আলীনুর, অর্থ উপকমিটির সদস্য শাহাবুদ্দিন বাদশা, সাংস্কৃতিক কমিটির সদস্য মণির উল্লাহ খান, মঞ্চ ও সাজসজ্জা উপকমিটির সদস্য আমজাদ হোসেন, জাহাঙ্গীর বেগ, শাহাবুদ্দিন খালেদ সাইফু, স্মরণিকা উপকমিটির সদস্য ইসমাইল হোসেন শুভ, দপ্তর উপকমিটির সদস্য মহিউদ্দিন রিসাত, রকিবুল ইসলাম অপু, মোহাম্মদ মঞ্জুর হোসেন প্রমুখ।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দদের ধন্যবাদ জানিয়ে বলেন, করোনা মহামারিতে স্বেচ্ছাসেবক লীগ অতীতের মত সবসময় মানুষের পাশে থেকে কাজ করে যাবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!