দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এটি দেশে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।
সবমিলিয়ে করোনায় মৃত্যের সংখ্যা ১৫ হাজার ৭৯২ জন। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১১ হাজার ৬৫১ জন। একদিনে এটি সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। সব মিলিয়ে শনাক্তের সংখ্যা ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জন। মারা যাওয়া ১৯৯ জনের মধ্যে ১৩৩ জন পুরুষ এবং ৬৬ জন নারী।
বৃহস্পতিবার (৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৮৪৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ লাখ ৫৬ হাজার ৩৪৬ জন। সারাদেশে সরকারি-বেসরকারি ৬০৫ ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৮ হাজার ২৪টি। পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৮৫০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৬৮ লাখ ৬৬ হাজার ৬৮২টি।
আলোকিত চট্টগ্রাম