করোনা—ভাইয়ের পর না ফেরার দেশে বোনও

ভাইয়ের মৃত্যুর তিন দিন পর করোনার কাছে হার মানল হাটহাজারীর সৈয়দা সুলতানা রিজিয়া বেগম (৫৫)। গত সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

রিজিয়া হাটহাজারী ১০ নম্বর উত্তর মাদার্শা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সৈয়দ বাড়ির মৃত সৈয়দ মুহাম্মদ মকছুদুর রহমানের মেয়ে।

এর আগে গত শনিবার করোনায় আক্রান্ত রিজিয়ার বড় ভাই জাহাঙ্গীর আলম সওদাগর (৬১) চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

গাউসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারী উপজেলার নির্বাহী সদস্য ও উত্তর মাদার্শা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামশেদের নেতৃত্বে গাউসিয়া কমিটি সৈয়দ বাড়ি ইউনিট শাখার মাধ্যমে তাদের দাফন সম্পন্ন হয়।

 ডিসি

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!