করোনা বিস্তারের শঙ্কায় কাবা শরিফে ফের সতর্কতা জারি, চিহ্ন আঁকা শুরু

করোনার সংক্রমণ বিস্তারের আশঙ্কায় পবিত্র কাবা শরিফে ফের সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যে পবিত্র শহর মক্কার কাবা শরিফ এলাকায় সামাজিক দূরত্ব ব্যবস্থা পুনরায় জোরদার করা হয়েছে।

সৌদি আরবে গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ সংখ্যক করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) এ উদ্যোগ নেয় দেশটি।

আরও পড়ুন: ওমিক্রন—হাসপাতালে বেশি ভর্তি হচ্ছে শিশু-কম বয়সীরা

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কাবা শরিফ এলাকা ও আশপাশের মেঝেতে সামাজিক দূরত্বের জন্য চিহ্ন আঁকা শুরু হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা মুসল্লি ও ওমরাহ যাত্রীদের জন্য কাবা শরিফে সামাজিক দূরত্বের প্রয়োজনীয় ব্যবস্থা পুনরায় আরোপ করবে।

রাজ্যের ভেতর ও বাইরে উভয় স্থানেই সামাজিক দূরত্ব ও মাস্কের পুনরায় প্রয়োজন হবে বলেও জানানো হয়েছে। উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে সৌদি আরবেই সর্বোচ্চ সংখ্যক প্রাণহানি ঘটেছে।

আরও পড়ুন: ‘ভয়’—চট্টগ্রামে করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী

আনুমানিক সাড়ে ৩ কোটি মানুষের দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৫৪ হাজারেরও বেশি মানুষ। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৮৭৪ জন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!