করোনা : চট্টগ্রামে ৪ দিন পর ‘সুখবর’

চট্টগ্রামে করোনায় ৪ দিন পর অবশেষে এসেছে সুখবর। ওই চারদিন চট্টগ্রামজুড়ে ছিল মৃত্যুর আর্তনাদ। চারদিনে ১১ মৃত্যুর পর ‘মৃত্যুশূন্য’ দিন দেখেছে চট্টগ্রাম। একইসঙ্গে কমেছে শনাক্তও।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮০৯ জন। এর মধ্যে নগরের ৫৬১ জন এবং ২৪৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। শনাক্তের হার ২৭.৭৮ শতাংশ।

আগের দিন চার করোনা রোগীর মৃত্যু হয়েছিল। ওইদিন শনাক্ত ছিল ১ হাজার ১৬৭ জন। শনাক্তের হার ছিল ৩১.৯৭ শতাংশ।

আরও পড়ুন : করোনা : চট্টগ্রামে সহস্রাধিক শনাক্তে হঠাৎ বাড়ল মৃত্যুর আহাজারি

চট্টগ্রামে গত মঙ্গলবার ২ জন, বুধবার ৩ জন, বৃহস্পতিবার ২ জন এবং শুক্রবার ৪ করোনা রোগীর মৃত্যু হয়েছিল।

শনিবার (২৯ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১২ ল্যাবে ২ হাজার ৯১৩টি নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে বিআইটিআইডিতে ৫৬৩ নমুনায় ১৮৭ জন, শেভরনে ৪৯৮ নমুনায় ১২৫ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ৩৩২ নমুনায় ৯৮ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ৩১৯ নমুনায় ৩৫ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩১১ নমুনায় ৭৬ জন, ইপিক হেলথ কেয়ারে ২৭৩ নমুনায় ১০২ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৯৯ নমুনায় ৩৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ১৮০ নমুনায় ৮০ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১২৩ নমুনায় ৩৩ জন, মেট্রোপলিটন হাসপাতালে ৮৯ নমুনায় ২৮ জন, কক্সবাজার মেডিকেল কলেজে ২৪ নমুনায় ৭ জন এবং ল্যাবএইডে ২ নমুনায় ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া ইম্পেরিয়াল হাসপাতাল, আরটিআরএল, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে হয়নি কোনো নমুনা পরীক্ষা। কোনো এন্টিজেন টেস্টও হয়নি এদিন।

আরও পড়ুন : করোনা : চট্টগ্রামে আবার জোড়া মৃত্যুর আঘাত, বাড়ল শনাক্তের হারও

উপজেলার মধ্যে হাটহাজারী ৪৭ জন, ফটিকছড়ি ৪২ জন, রাঙ্গুনিয়া ২৯ জন, রাউজান ২২ জন, চন্দনাইশ ১৬ জন, বাঁশখালী ১৪ জন, সাতকানিয়া ১৩ জন, পটিয়া ১৩ জন, আনোয়ারা ১২ জন, বোয়ালখালী ১২ জন, মিরসরাই ৮ জন, সন্দ্বীপ ৮ জন, লোহাগাড়া ৮ জন এবং সীতাকুণ্ডে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে কর্ণফুলী উপজেলায় কোনো করোনো রোগী পাওয়া যায়নি।

নগরে ৮৬ হাজার ৮৫ জন এবং উপজেলায় ৩১ হাজার ৯২৭ জনসহ মোট শনাক্ত ১ লাখ ১৮ হাজার ১২ জন।

চট্টগ্রামে মোট মৃত্যু ১ হাজার ৩৫৪। যার ৭৩০ জন নগর এবং ৬২৪ জন উপজেলার বাসিন্দা।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!