করোনা : চট্টগ্রামে হঠাৎ বাড়ল শনাক্ত

চট্টগ্রামে করোনায় শনাক্তের ধারাবাহিকতা ধরে রাখা যায়নি। একদিনের ব্যবধানে হঠাৎ বাড়ল শনাক্ত।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে আরও ১০ জনের শরীরে পাওয়া গেছে করোনা জীবাণু। অথচ এর আগের দিন করোনা শনাক্ত হয়েছিল মাত্র ২ জনের।

এদিন ১৩ ল্যাবে ১ হাজার ২৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তে হার ০.৭৭ শতাংশ। তবে এদিন করোনায় কোনো মৃত্যু হয়নি। যদিও আগের দিন এক করোনা রোগী মারা গিয়েছিলেন। তবে সেদিন শনাক্তের হার ছিল ০.১২ শতাংশ।

আরও পড়ুন : চট্টগ্রামে আবার ফণা তুলছে করোনা

শনিবার (১৩ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

প্রতিবেদন অনুযায়ী, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২ জন, অ্যান্টিজেন টেস্টে ৩ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ১ জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ১ জন এবং ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়।

আক্রান্তদের ৬ জন নগরের এবং ৪ জন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৩০১ জন। আর মারা গেছে ১ হাজার ৩২৬ জন।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!