করোনা : চট্টগ্রামে রোদের ঝিলিক

করোনায় টানা ১২ দিন পর মৃত্যুহীন দিন দেখেছিল চট্টগ্রাম। কিন্তু এর পর ভর করে মেঘ। গত চারদিনই করোনায় চট্টগ্রামে ছিল আহাজারি। প্রতিদিনই মারা গেছেন একজন করে করোনা রোগী।

তবে এখন সেই মেঘ সরে গেছে, দেখা গেছে রোদের ঝিলিক। করোনায় আবার মৃত্যুহীন দিন দেখেছে চট্টগ্রাম। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মারা যায়নি কোনো করোনা রোগী!

এদিকে এদিন শনাক্তও অনেকটা নিয়ন্ত্রণে ছিল। সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ৫ জন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১১টি ল্যাবে ১ হাজার ৪২৯ নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ০.৩৪ শতাংশ।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় মৃত্যু ও শনাক্তের ধারাবাহিকতা

নতুন আক্রান্ত ৫ জনের মধ্যে ১ জন নগরের এবং উপজেলার ৪ জনের মধ্যে হাটহাজারী, বোয়ালখালী, রাঙ্গুনিয়া ও লোহাগাড়ার বাসিন্দা আছেন ১ জন করে।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৩১৯ জন। এর মধ্যে ৭৪ হাজার ২৭ জন নগরের এবং ২৮ হাজার ২৯২ জন উপজেলার বাসিন্দা।

এদিকে সবমিলিয়ে চট্টগ্রামে মারা গেছেন ১ হাজার ৩২৮ জন করোনা রোগী। এর মধ্যে ৭২৩ জন নগরের এবং ৬০৫ জন উপজেলার বাসিন্দা।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!