চট্টগ্রামে করোনায় আঘাত হেনেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি নগরের বাসিন্দা। এ সময়ে আরও ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে ৩৮ জন নগরের ও ৩ জন উপজেলার বাসিন্দা। আগের দিন আক্রান্ত হয়েছিল ৫৯ জন।
শনিবার (১৬ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ৬ ল্যাবে ২০১ নমুনা পরীক্ষা করা হয়।
এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৯৮৮ জন। এর মধ্যে ৯৩ হাজার ২৬৯ জন নগরের এবং ৩৪ হাজার ৭১৯ জন উপজেলার। মোট মৃত্যু ১ হাজার ৩৬৬। এর মধ্যে নগরে ৭৩৬ জন এবং উপজেলায় ৬৩০ জন।