করোনা—চট্টগ্রামে ফের বাড়ল মৃত্যু, এবার বেশি নগরে

চট্টগ্রামে ২৪ ঘণ্টার ব্যবধানে ফের বেড়েছে করোনা রোগীর মৃত্যুসংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মৃত্যু হয়েছে ১৫ জন করোনা রোগীর। যার মধ্যে ১০ জনই নগরের বাসিন্দা। আগেরদিন নগর ও উপজেলা মিলে ৮ জন করোনা রোগীর মৃত্যুর খবর জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।

রোববার (৮ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৩ হাজার ৫৭ নমুনা পরীক্ষায় ৯৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫১৯ জন নগরের এবং ৪১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

একইসময়ে মারা গেছেন ১৫ জন করোনা রোগী। এরমধ্যে নগরের ১০ জন ও উপজেলার ৫ জন।

চট্টগ্রামে এ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫৯ জন করোনা আক্রান্ত রোগীর। অন্যদিকে এখন পর্যন্ত চট্টগ্রামের মোট ৯০ হাজার ৫২১ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা—‘হটস্পট’ হাটহাজারী, সংক্রমণের ‘বিপজ্জনক গতি’ রাউজান-বোয়ালখালীতেও 

এরআগে শনিবার (৭ আগস্ট) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মারা গেছেন ৮ জন করোনা রোগী। এরমধ্যে নগরের ৩ জন ও উপজেলার ৫ জন।

রোববার সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪১৯ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ২০২ জনের।

বিআইটিআইডি ল্যাবে ৬০৪ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় ১৬৫ জনের।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৬০৩ নমুনা পরীক্ষায় ১৫৭ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাবে ২৬৬ নমুনা পরীক্ষায় ৯৫ জন, এন্টিজেন টেস্টে ৬৩৭ নমুনা পরীক্ষায় ১৩৮ জন, শেভরনে ২৬০ নমুনা পরীক্ষায় ৭২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৪৩ নমুনা পরীক্ষায় ১৭ জন, জেনারেল হাসপাতালের আরটিআরএল ল্যাবে ৭ নমুনা পরীক্ষায় ২ জন, মেডিকেল সেন্টারে ৫৯ নমুনা পরীক্ষায় ২১ জন ও এপিক হেলথ কেয়ারে ১২৩ নমুনা পরীক্ষায় ৬৩ জনের করোনা শনাক্ত হয়।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে এদিন চট্টগ্রামের ৩৬টি নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা শনাক্তদের মধ্যে লোহাগাড়ার ১১ জন, সাতকানিয়ার ৩৭ জন, বাঁশখালীর ১০ জন, আনোয়ারার ১৫ জন, চন্দনাইশের ১৮ জন, পটিয়ার ৩ জন, বোয়ালখালীর ৫৭ জন, রাঙ্গুনিয়ার ৮০ জন, রাউজানের ৬৯ জন, ফটিকছড়ির ১৫ জন, হাটহাজারীর ৭১ জন, সীতাকুণ্ডের ১৮ জন, মিরসরাইয়ের ৭ জন ও সন্দ্বীপের বাসিন্দা রয়েছেন ৩ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্তের খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!