করোনা : চট্টগ্রামে কোথাও কেউ নেই

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কোথাও পাওয়া যায়নি করোনা রোগী। অর্থাৎ নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার শূন্য। একইসময়ে করোনায় সংক্রমিত হয়ে কেউ মারা যাননি।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। এদিন ১০ ল্যাবে ২৬২ নমুনা পরীক্ষা করা হয়।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনায় সাফল্যের ধারা অটুট

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৬৩১ জন। এর মধ্যে ৯২ হাজার ৯৩ জন নগরের এবং ৩৪ হাজার ৫৩৮ জন উপজেলার। মোট মৃত্যু ১ হাজার ৩৬২। এর মধ্যে নগরের ৭৩৪ জন এবং উপজেলার ৬২৮ জন।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm