করোনা : চট্টগ্রামে আবারও মৃত্যুর আঘাত

 

চট্টগ্রামে করোনায় আবারও আঘাত হেনেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও এক করোনা রোগী। এ সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪৯ জন।

আক্রান্তদের ৩৭৬ জন নগর এবং ১৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। শনাক্তের হার ২১.৩২ শতাংশ। মৃত ব্যক্তি নগরের বাসিন্দা।

আগের দিন আক্রান্ত হয়েছিলেন ৭২৯ জন। শনাক্তের হার ছিল ২৪.৩৮ শতাংশ।

আরও পড়ুন : করোনা : চট্টগ্রামে ‘ভয়’ বাড়িয়েছে মৃত্যু—বাড়ল শনাক্তও

বুধবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ১০ ল্যাবে ২ হাজার ৫৭৫টি নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে বিআইটিআইডিতে ৭২০ নমুনায় ২০৭ জন, ইম্পেরিয়াল কলেজে হাসপাতালে ৩৮৭ নমুনায় ৭০ জন, এন্টিজেন টেস্ট ৩৭৩ নমুনায় ৫৪ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩১২ নমুনায় ৪৩ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২২৭ নমুনায় ৯৩ জন, মেডিকেল সেন্টার হাসপাতালে ২০৬ নমুনায় ৯ জন, ইপিক হেলথ কেয়ারে ১৯২ নমুনায় ৪২ জন, মেট্রোপলিটন হাসপাতালে ৮৮ নমুনায় ১৮ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৬৮ নমুনায় ১২ জন এবং ল্যাবএইডে ২ নমুনায় ১ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজে, শেভরন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল, আরটিআরএল, কক্সবাজার মেডিকেল কলেজ এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

আরও পড়ুন : বুস্টার ডোজের বয়স কমলো, ১২ বছরের বেশি হলেই করোনার টিকা

উপজেলার মধ্যে হাটহাজারী ২৯ জন, ফটিকছড়ি ২৬ জন, পটিয়া ২৫ জন, রাউজান ১৮ জন, বোয়ালখালী ১৪ জন, রাঙ্গুনিয়া ১৪ জন, সীতাকুণ্ড ১৩ জন, মিরসরাই ৯ জন, আনোয়ারা ৫ জন, সাতকানিয়া ৫ জন, সন্দ্বীপ ৪ জন, চন্দনাইশ ৪ জন, লোহাগাড়া ৪ জন এবং বাঁশখালীতে ৩ জনের করোনা শনাক্ত হয়।

নগরে ৮৮ হাজার ১৮৩ জন এবং উপজেলায় ৩২ হাজার ৮০৯ জনসহ মোট শনাক্ত ১ লাখ ২০ হাজার ৯৯২ জন।

চট্টগ্রামে মোট মৃত্যু ১ হাজার ৩৫৯। যার ৭৩৪ জন নগর এবং ৬২৫ জন উপজেলার বাসিন্দা।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!