করোনা : চট্টগ্রামে আগের দিনের চিত্র

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘণ্টায় দেখা গেছে আগের দিনের চিত্র। শনাক্ত ও মৃত্যু দুটোতেই পুনরাবৃত্তি হয়েছে একদিন আগের চিত্র। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৯ ল্যাবে সাড়ে ১২শ’ জনের নমুনা পরীক্ষা করা হয়। সবমিলিয়ে ৫ জনের দেহে শনাক্ত হয় করোনাভাইরাস।

নমুনা পরীক্ষায় সংক্রমণের হার শূন্য দশমিক ৩৯ শতাংশ। এর আগের দিনও চট্টগ্রামে ৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেদিনও কোনো করোনা রোগীর মৃত্যু হয়নি।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা : ১ ল্যাবে সর্বনাশ

শুক্রবার (২৬ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সিভিল সার্জন কার্যালয় জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৪ জন নগরের এবং ১ জন মিরসরাই উপজেলার বাসিন্দা।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৫৪ জনের নমুনা পরীক্ষায় ১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৩৩ জনের নমুনা পরীক্ষায় ১ জন, শেভরন হাসপাতাল ল্যাবে ৪৬৯ জনের নমুনা পরীক্ষায় ২ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৬৮ জনের নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

এর মধ্যদিয়ে জেলায় শনাক্তের সংখ্যা হলো ১ লাখ ২ হাজার ৩৭৮ জন।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!