করোনা : ‘ওমিক্রন’ শঙ্কার মাঝেই চট্টগ্রামে সুবাতাস

বিশ্বব্যাপী শঙ্কা তৈরি করেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’। এ শঙ্কার মাঝেই করোনায় সুবাতাস বইছে চট্টগ্রামে। করোনায় আরও একটি মৃত্যুশূন্য দিন পার করেছে চট্টগ্রাম। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে কারও মৃত্যু হয়নি। গত কয়েকদিন ধরেই এ ধারাবাহিকতা চলে আসছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় কমেছে শনাক্তও। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ জনের দেহে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ০.২২ শতাংশ। রোববার (২৮ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ১ হাজার ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়।

আরও পড়ুন: করোনার নতুন ধরন ‘ওমিক্রন’—দ্রুত বিস্তারের শঙ্কা

শনাক্তদের মধ্যে ২ জন নগরের ও ১ জন বাঁশখালী উপজেলার বাসিন্দা। সর্বশেষ ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৫৬৮ জনের নমুনা পরীক্ষায় ১ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ২২৪ জনের নমুনা পরীক্ষায় ১ জন ও জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ৭ জনের নমুনা পরীক্ষায় ১ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা এক লাখ দুই হাজার ৩৮৮ জন। এর মধ্যে ৭৪ হাজার ৮০ জন নগরের এবং ২৮ হাজার ৩০৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!