চট্টগ্রামে জোড়া মৃত্যুর দিনে সুনামি গতির করোনায় রেকর্ড

চট্টগ্রামে দ্রুত বাড়ছে করোনা। কোনোভাবেই এর লাগাম টানা যাচ্ছে না। গত ২৪ ঘণ্টায় করোনায় জোড়া মৃত্যু আঘাত হেনেছে। সুনামি গতির করোনায় রেকর্ড হয়েছে শনাক্তেও।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরো ১ হাজার ৪৫৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। সাম্প্রতিক সময়ে এটিই সর্বোচ্চ শনাক্ত।

আক্রান্তের ১ হাজার ৬০ জনই নগরের! বাকি ৩৯৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। শনাক্তের হার ৩৪.১৩ শতাংশ। এদিন মারা যাওয়াদের একজন নগর এবং অপরজন উপজেলার বাসিন্দা।

আগের দিন শনাক্ত হয়েছিল ১ হাজার ৩৪৮ জন। শনাক্তের হার ছিল ৩৬.৫৪ শতাংশ।

বুধবার (২৬ জানুয়ারি) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন : ‘ভয়’—৩ মৃত্যুর দিনে শনাক্তের চূড়ায় চট্টগ্রামে করোনা

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এদিন ১৪ ল্যাবে ৪ হাজার ২৬৫ নমুনা পরীক্ষা হয়। এরমধ্যে বিআইটিআইডিতে ৭০৫ নমুনায় ২৯২ জন, শেভরনে ৬২৩ নমুনায় ১৮২ জন, এন্টিজেন টেস্টে ৪৪২ নমুনায় ১৫৫ জন, ইম্পেরিয়ালে ৪৪০ নমুনায় ১১৪ জন, শাহ আমানত বিমানবন্দরে ৩৭৫ নমুনায় ২১জন, ইপিক হেলথ কেয়ারে ৩৫৯ নমুনায় ২১৩ জন, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৩২৮ নমুনায় ৮৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৩৪ নমুনায় ৮৪ জন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস হাসপাতালে ২১৩ নমুনায় ১১৩ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৯২ নমুনায় ৩৫ জন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬১ নমুনায় ৮৪ জন, মেট্রোপলিটন হাসপাতালে ১৫০ নমুনায় ৫১ জন, আরটিআরএলে ৩৮ নমুনায় ২১ জন এবং ল্যাবএইডে ৫ নমুনায় ৩ জনের দেহে এ জীবাণু পাওয়া গেছে।

তবে কক্সবাজার মেডিকেল কলেজ এবং মেডিকেল সেন্টার হাসপাতালে কোনো নমুনা পরীক্ষা হয়নি।

আরও পড়ুন : চট্টগ্রামে করোনার টিকার প্রথম ডোজ পেয়েছে ‘শতভাগ শিক্ষার্থী’

উপজেলার মধ্যে হাটহাজারী ৮৮ জন, রাউজান ৬৪ জন, আনোয়ারা ৫৮ জন, রাঙ্গুনিয়া ৩৫ জন, বাঁশখালী ২৯ জন, বোয়ালখালী ২৫ জন, সাতকানিয়া ২৩ জন, ফটিকছড়ি ১৭ জন, মিরসরাই ১৭ জন, লোহাগাড়া ১৪ জন, পটিয়া ১৩ জন, সীতাকুণ্ড ৫ জন, চন্দনাইশ ৩ জন, সন্দ্বীপ ৩ জন এবং কর্ণফুলীতে ১ জন আক্রান্ত হয়েছেন।

চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত ১ লাখ ১৪ হাজার ৯১৫ জন। এরমধ্যে ৮৩ হাজার ৮৪০ জন নগর এবং ৩১ হাজার ৭৫ জন উপজেলার বাসিন্দা।

মোট মৃত্যু ১ হাজার ৩৪৮। এর ৭২৯ জন নগর এবং ৬১৯ জন উপজেলার বাসিন্দা।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!