করোনায় মারা গেলেন ইউপি সদস্য আবুল কালাম

কক্সবাজারের রামুতে করোনায় আবুল কালাম নামের এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার (৩১ জুলাই) সকাল ১১টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আবুল কালাম রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য।

তিনি ওই ইউনিয়নের পানিস্যাঘোনা গ্রামের বাসিন্দা ও সাবেক মেম্বার ছৈয়দ আলমের ছেলে।

করোনায় আবুল কালামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া।

তিনি বলেন, করোনা উপসর্গ নিয়ে গত ২২ জুলাই রামু করোনা হাসপাতালে ভর্তি হন ঈদগড় ইউপি সদস্য আবুল কালাম। ওই দিনই তার নমুনা পরীক্ষা করানো হয়। পরদিন ২৩ জুলাই নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনিত হলে ২৭ জুলাই তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো করা হয়।

ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমদ ভুট্টো বলেন, বেশ কিছুদিন ধরে আবুল কালাম মেম্বার সর্দি, জ্বরে ভুগছিলেন। করোনা পজিটিভ হিসেবে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানে শনিবার সকালে তার মৃত্যু হয়। তার পিতাও ঈদগড় ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন।

শনিবার বিকাল ৫টায় পানিস্যাঘোনা মসজিদে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

খালেদ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!