করোনার ১ মাস: মৃত্যুতে রেকর্ড, শনাক্তেও

লকডাউনেও লাগাম টানা যাচ্ছে না করোনার। গত ২৪ ঘণ্টায় রেকর্ড ছাড়িয়েছে দেশে করোনা আক্রান্তের সংখ্যা। একইভাবে রেকর্ড হয়েছে করোনা রোগীর মৃত্যুতেও।

এক দিনে সারাদেশে আরও ২ হাজার ৩২২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আবার এ সময়ে মৃত্যু হয়েছে আরও ৪৪ জনের।

শনাক্ত রোগীর এই সংখ্যা গত এক মাসের মধ্যে রেকর্ড। সর্বশেষ গত ২৯ এপ্রিল এর চেয়ে বেশি ২ হাজার ৩৪১ জনের করোনা আক্রান্ত হয়েছিলেন।

এদিকে মৃত্যুর ওই সংখ্যাও গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ৯ মে এর চেয়ে বেশি মৃত্যু হয়েছিল। ওইদিন মৃত্যু হয়েছিল ৫৬ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৮ লাখ ১৫ হাজার ২৮২ জন। সবমিলিয়ে মৃতের সংখ্যা ১২ হাজার ৯১৩ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৪৪ জনের মধ্যে ২৭ জন পুরুষ এবং ১৭ জন নারী। যাদের ৩৭ জন সরকারি হাসপাতালে, ৩ জন বেসরকারি হাসপাতালে এবং ৪ জন বাড়িতে মারা যান।

অপরদিকে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ২ হাজার ৬২ জন সুস্থ হয়েছেন। সবমিলিয়ে সুস্থের সংখ্যা ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!