ডেল্টা—ওমিক্রনের মাঝেই আবার করোনার নতুন ভ্যারিয়েন্ট! কী ভাবছেন বিশেষজ্ঞরা

করোনাভাইরাসের বিরুদ্ধে দুবছর ধরে প্রতিনিয়ত যুদ্ধ করেই বেঁচে আছে মানুষ। বৈশ্বিক এ মহামারী বিভিন্ন ভ্যারিয়েন্ট ধরনে হাজির হচ্ছে।

সম্প্রতি পৃথিবীজুড়ে তাণ্ডব চালিয়ে যাওয়া ‘ডেল্টা’ ধরনের পর দেখা দেয় ওমিক্রন। এটির প্রভাব এখন ইউরোপের দেশগুলোতে দেখা যাচ্ছে। তবে এবার বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ এঁকে দিয়েছে ‘ডেলমিক্রন’।

আরও পড়ুন : চট্টগ্রামে করোনা : উপজেলায় স্বস্তি, নগরে দুশ্চিন্তা

তাদের মতে, ডেল্টা এবং ওমিক্রনের মিশ্রণে তৈরি এই ‘ডেলমিক্রন’। এটি আলাদা কোনো নতুন ধরন নয়। তবে যে ব্যক্তি ডেল্টার পর আবার ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন তার শরীরে ভাইরাসের ধরনকে ডেলমিক্রন হিসেবে চিহ্নিত করা হচ্ছে।

ভারতীয় চিকিৎসক ডা. শশাঙ্ক যোশী জানান, ডেল্টা এবং ওমিক্রন ধরন মিলিত হয়ে সৃষ্টি ডেলমিক্রনের। এটির প্রভাবে ইতোমধ্যে ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে ছোট সুনামি হচ্ছে।

এছাড়া ভারতেও এটি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন এই চিকিৎসক।

ওমিক্রনের প্রভাবে যুক্তরাজ্যে দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিন আগেও দেশটিতে শনাক্ত ছিল দৈনিক ৫০ হাজারের নিচে। কিন্তু দুইদিন ধরে সেই সংখ্যা লাখ ছাড়িয়ে গেছে।

তথ্যসূত্র : টাইমস অফ ইন্ডিয়া।

ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!