করোনার নতুন ধরন ‘ওমিক্রন’—দ্রুত বিস্তারের শঙ্কা

করোনার নতুন এক ধরন শনাক্ত হয়েছে। এর নাম দেওয়া হয়েছে ‘ওমিক্রন’।

দক্ষিণ আফ্রিকাতে প্রথম শনাক্ত হওয়া এই ধরনটিকে ‘উদ্বেগজনক’ বলে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

প্রথমে এটির নাম দেওয়া হয়েছিল বি.১.১.৫২৯। শুক্রবার (২৬ নভেম্বর) এটির নামকরণ এবং গবেষণা নিয়ে জরুরি বৈঠকে বসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৈঠক শেষে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বি.১.১.৫২৯ ধরনকে উদ্বেগজনক হিসেবে আখ্যায়িত করছে। এটার নাম দেওয়া হয়েছে ‘ওমিক্রন’। এই ধরনটি দ্রুত বিস্তারের ঝুঁকি রয়েছে।

আরও পড়ুন :চট্টগ্রামে করোনা : মৃত্যুশূন্য দিনেও বেড়েছে শনাক্ত

ইতোমধ্যে বিভিন্ন দেশে প্রায় ৬০ জনের শরীরে পাওয়া গেছে এর অস্তিত্ব।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, আলফা, বিটা, গামা এবং ডেল্টার পর সর্বশেষ শনাক্ত হলো ওমিক্রন। বর্তমানে যে টিকা দেওয়া হচ্ছে সেটা এ ধরনটির বিরুদ্ধে কতটুকু কার্যকর হবে সেটা নিয়েও শঙ্কায় রয়েছে বিজ্ঞানীরা।

তবে এটির বিরুদ্ধে লড়তে বুস্টার ডোজ বাড়ানোর ঘোষণা দিয়েছে মডার্না।

যুক্তরাজ্য ইতোমধ্যে আফ্রিকার ছয়টি দেশ থেকে ফ্লাইট চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে বেলজিয়ামে একজনের শরীরে শনাক্ত হয়েছে ধরনটি। দক্ষিণ আফ্রিকা ছাড়াও সন্ধান মিলেছে বসতোয়ানা, ইসরায়েল ও হংকংয়ে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!