করোনার টিকা—চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র যা বললেন

চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে (মেমন-২) আগামীকাল বুধবার (১১ আগস্ট) থেকে মডার্নার প্রথম ডোজের করোনার টিকা দেওয়া হবে। মোবাইলে যারা এসএমএস পেয়েছেন তাদেরই দেওয়া হবে এই টিকা। এসএমএস ছাড়া টিকা দেওয়া হবে না।

মঙ্গলবার (১০ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী এসব তথ্য তুলে ধরেন।

তিনি আরও বলেন, প্রতিদিন ১ হাজার জনকে প্রথম ডোজের এসএমএস পাঠানো হবে। যারা এসএমএস পাবেন শুধুমাত্র তারাই নির্দিষ্ট কেন্দ্রে এসে স্বাস্থ্যবিধি মেনে টিকা নেবেন।

আরও পড়ুন: ‘ক্ষমতার দাপট’—মেয়রের সচিবের সম্পদের পাহাড়, মাঠে নামল দুদক

টিকা কেন্দ্রে অযথা ভিড় না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এতে করোনা আক্রান্ত হওয়ার বেশি ঝুঁকি থাকে। সবাই সুশৃঙ্খলভাবে লাইন ধরে টিকা নিতে পারবেন।

কোভিশিল্ড প্রথম ডোজ গ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিদিন ৫০০ জনকে এসএমএস দেওয়া হবে। মোবাইলে এসএমএস আসার পর দ্বিতীয় ডোজ নিতে কেন্দ্রে আসতে হবে। আগামীকাল বুধবার দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই টিকা দেওয়া হবে।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm