করোনার টিকার দ্বিতীয় ডোজ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর যা বলছে

দেশে দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ করোনার টিকা মজুদ আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১১ আগস্ট) দুপুর ২টায় নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক এবং মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানান।

আরও পড়ুন: করোনা—শনাক্তের ‘দাপট’ উত্তর চট্টগ্রামে, নগরে ফের বাড়ল মৃত্যু

দ্বিতীয় ডোজ নিশ্চিত করেই টিকা কর্মসূচি চালানো হয়েছে মন্তব্য করে তিনি বলেন, যারা টিকার প্রথম ডোজ নিয়েছেন, তারা চার সপ্তাহ পরে দ্বিতীয় টিকা নিতে পারবেন। গণমাধ্যমের মাধ্যমে আমরা প্রথম ডোজ টিকাগ্রহীতাদের অনুরোধ করতে চাই, আপনারা যথাসময়ে চার সপ্তাহ পর দ্বিতীয় ডোজের টিকা নেবেন। প্রথম ডোজের টিকা যেই কেন্দ্রে, যে কোম্পানির নিয়েছেন, দ্বিতীয় ডোজের টিকাও সেই কেন্দ্রে এবং সেই কোম্পানিরই নিতে পারবেন। এ বিষয়ে কারো বিভ্রান্ত হওয়ার কোনো অবকাশ নেই।

আরও পড়ুন: করোনা—‘ইমিউনিটি বুস্টার’ আবিষ্কারের দাবি বাংলাদেশি গবেষকের

তিনি আরও বলেন, যারা সিনোফার্মের টিকা পেয়েছেন, তারা সিনোফার্মের টিকাই পাবেন। যারা মর্ডানার টিকা পেয়েছেন, তারা মর্ডানার টিকাই পাবেন এবং যারা ফাইজার টিকা নিয়েছেন, তারা ফাইজারের টিকাই নিতে পারবেন। দ্বিতীয় ডোজের জন্য পর্যাপ্ত টিকার মজুদ আছে।

জেডএইচ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!