‘করোনার উপসর্গ’—কক্সবাজারেই মারা গেলেন কেনিয়ার নাগরিক

কক্সবাজারে করোনা উপসর্গে মৃত্যু হয়েছে ৪৮ বছর বয়সী রিচার্ড গাম্বু নামের কেনিয়ার নাগরিকের।

শুক্রবার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে জেলা সদর হাসপাতালের এইচডিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

আরও পড়ুন: করোনায় মৃত্যু ২৫০০০ ছাড়াল বাংলাদেশ

ডেনমার্কভিত্তিক সাহায্য সংস্থা ড্যানিশ রিফিউজি কাউন্সিলের (ডিআরসি) কর্মকর্তা হিসেবে কাজ করতেন রিচার্ড গাম্বু। ২০১৭ সালের আগস্টে বাংলাদেশে রোহিঙ্গা আগমনের পর থেকেই তিনি কক্সবাজারে ছিলেন।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা: শহরের ৪ গুণ বেশি মৃত্যু গ্রামে

কয়েকদিন ধরেই তিনি করোনা উপসর্গে ভুগছিলেন। বৃহস্পতিবার শারীরিক অবস্থার অবনতি হলে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি হন রিচার্ড। তার নিউমোনিয়া ও শ্বাসকষ্ট ছিল। শুক্রবার ভোরে অবস্থা গুরুতর হয়। এরপর সকালে তিনি মারা যান।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!